০৮ অক্টোবর ২০২৫, ১২:০৯ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’-র সব জাহাজ ইসরায়েলের নৌবাহিনী আটক করেছে। বহরে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের ‘কনশানস’ জাহাজ। আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সমাজ এই ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বুধবার (৮ অক্টোবর) ফ্লোটিলার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, প্রথমে ‘কনশানস’ জাহাজে হামলা চালানো হয়, যেখানে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী ছিলেন। এরপর ইসরায়েলি বাহিনী তিনটি ছোট জাহাজেও হামলা চালিয়ে সেগুলো আটক করে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পোস্টের মাধ্যমে ফ্লোটিলার অভিযান চালানোর তথ্য নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, এই অভিযান নৌ-অবরোধ ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ফ্লোটিলার ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী, ফ্লোটিলার ৯টি জাহাজই বর্তমানে আটক রয়েছে। শহিদুল আলম...