আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের অংশ হিসেবে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজন করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ইনস্টিটিউটের মসজিদে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক ও কক্সবাজার কলেজ সভাপতি মোহাম্মদ আইয়ুব আনসারী। তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ওই দোয়া মাহফিলের ছবি ছাত্রদলের অফিশিয়াল পেজ থেকে নিজেদের আয়োজন হিসেবে প্রচার করা হয়েছে। বেলা আড়াইটায় শিবিরের শাখা পেজে অনুষ্ঠানটির ছবি প্রকাশের প্রায় আধা ঘণ্টা পর ছাত্রদলের পেজে একই ছবি পোস্ট করে সেটিকে তাদের আয়োজন বলে দাবি করা হয়। ছাত্রদলের পেজে পোস্ট করা ক্যাপশনে লেখা হয়—“ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতনে শহীদ বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থী আবরার...