চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাটে দুর্বৃত্তদের গুলিতে নিহত আব্দুল হাকিমকে অস্বীকার করেছে বিএনপি। বুধবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৭ অক্টোবর হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিতে আব্দুল হাকিম নামে একজন খুন হয়েছেন। এ ঘটনা দেশের আইন-শৃঙ্খলা অবনতির বড় ধরনের নজির। এ ঘটনা ঐ এলাকার জনগণের মাঝে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে৷ বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান। যা, এই বর্তমান সরকারের কাছ থেকে মানুষ আশা করে না। জন প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই দুষ্কৃতিকারীরা এ ধরনের কাজে মেতে ওঠেছে৷ সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয়। এ কারণে দেশের কোথাও এখনো পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারের খবর...