ইন্টার মিয়ামির স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা ২০২৫ মেজর লিগ সকার মৌসুমের শেষে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তে সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি আবেগী হয়ে পড়েছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন নেইমার-সুয়ারেজও। আলবা তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে অবসরের ঘোষণা দেন। এর পরপরই মেসি মন্তব্য করেন, ‘ধন্যবাদ, জর্দি। তোমাকে খুব মিস করব। এত বছর একসাথে খেলার পর বাম দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভুত লাগবে।’ মেসি আরও যোগ করেন, ‘এই বছরগুলোতে তুমি আমাকে যত অ্যাসিস্ট দিয়েছ, তা অবিশ্বাস্য। এখন কে আমাকে এমন পাস দেবে?’ মেসি ও আলবা প্রথম একসাথে খেলেন বার্সেলোনায়। যেখানে তারা একসাথে জিতেছেন পাঁচটি লা লিগা শিরোপা, একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এবং পাঁচটি কোপা দেল রে ট্রফি। পরবর্তীতে ২০২৩ সালে তারা একসাথে ইন্টার মিয়ামিতে...