উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে জড়িত হ্যাকাররা এ বছরে এখন পর্যন্ত দুইশো কোটি ডলারের বেশি চুরি অর্থ চুরি করেছে বলে দাবি গবেষকদের। তারা বলছেন, ২০২৫ সাল হচ্ছে উত্তর কোরিয়ার সাইবার অপরাধীদের জন্য রেকর্ড ভাঙার বছর। এ বছর এখন পর্যন্ত হ্যাকিংয়ে সবচেয়ে বেশি ‘সাফল্য’ পেয়েছে হ্যাকাররা। জাতিসংঘের অনুমান অনুসারে, এই চুরি করা অর্থের পরিমাণ উত্তর কোরিয়ার মোট রাজস্বের প্রায় ১৩ শতাংশের সমান। পশ্চিমা দেশগুলোর বিভিন্ন নিরাপত্তা সংস্থা বলছে, এই অর্থ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি চালানোর জন্য ব্যবহার করছে দেশটি। গত কয়েক বছর ধরে ‘ল্যাজারাস’ নামের হ্যাকিং দলের সদস্যরা মেটা অংকের ডিজিটাল টোকেন চুরির জন্য বিভিন্ন ক্রিপ্টোকরেন্সি কোম্পানিকে টার্গেট করে সাইবার হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছ বিবিসি। এ বছরের ফেব্রুয়ারিতে সবচেয়ে খারাপ মাত্রার সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ওই সময়...