বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা শুধু অভিনয়েই নয়, তিনি সুরকার, গীতিকার এবং গায়িকাও। তবে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে অর্থনৈতিক স্বাধীনতা নারীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ছোট বয়সে বিবাহবিচ্ছেদের পর এই উপলব্ধি করেন মিথিলা। পরবর্তীতে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হলেও, সময়ের সঙ্গে তাদের পথ আলাদা হয় এবং মিথিলা বাংলাদেশ ফিরে আসেন। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১ বছর ধরে শিক্ষকতা করছেন। সেই সুবাদে আফ্রিকার বিভিন্ন শিক্ষা প্রকল্পেও যুক্ত আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কখনও বেশি অর্থোপার্জনের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা ছিল না। মিথিলার কথায়, ‘‘যদি আমি অভিনয় করতাম, তাতে উপার্জন অবশ্যই বেশি হত। তবে আমার কাজটি মনের...