০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম হিন্দু ধর্ম অনুযায়ী, শিব যেখানে হার মানেন, সেখানে তাঁর শক্তি রূপে হাজির হন কালী—এই ধারনায় শেষ হয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। তবে শেষ থেকে শুরু করলেও বলা যায়, ছবির যাত্রা দর্শকদের এক বিস্ময়কর অভিজ্ঞতা দিয়েছে। পরিচালক ও নায়ক ঋষভ শেট্টি যেমন প্রথম ‘কান্তারা’ সিনেমায় যাত্রা শুরু করেছিলেন, তা এবার আরও বড় মাপের হয়েছে। ছবির প্রথম অংশে দেখা যায় নায়ক বারমে (ঋষভ শেট্টি) জঙ্গলের অধিবাসীদের জীবন রক্ষার জন্য ব্যবসার প্রয়োজনে কদম্ব সাম্রাজ্যে যাতায়াত শুরু করেন। বারমের এই সিদ্ধান্ত কান্তারাবাসীদের জীবন বদলে দেয়। কান্তারা ‘ঈশ্বরের মধুবন’ হিসেবে পরিচিত ছিল বাইরের মানুষের কাছে। ব্রহ্মরাক্ষস ও দৈব শক্তি পাহারা দিত এই জঙ্গলে—কিন্তু বারমের পদক্ষেপ সেই ধারণা পাল্টে দেয়। ছবির প্রথম ভাগে গল্প ধীরগতিতে...