০৮ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম গত দুই বছরে গাজায় সংঘটিত ইসরায়েলি হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা প্রদান করেছে। এই সময়কাল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়ে চলমান সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তিতে পৌঁছেছে। সাম্প্রতিক এক গবেষণা প্রকাশ করেছে, এই দুই বছরে যুক্তরাষ্ট্র অন্তত ২ হাজার ১৭০ কোটি ডলার বা ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে। গবেষণা থেকে জানা গেছে, এই সহায়তা মূলত ইসরায়েলের হামাসবিরোধী সামরিক অভিযানের জন্য। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের “কস্টস অব ওয়ার প্রজেক্ট” এই তথ্য উদঘাটন করেছে। এই প্রজেক্টের গবেষকরা ২০১১ সাল থেকে আন্তর্জাতিক নিরাপত্তা, মানবাধিকার ও যুদ্ধ ব্যয় নিয়ে বিশদভাবে কাজ করে আসছেন। তারা উল্লেখ করেছেন, সামরিক সহায়তা ছাড়া ইসরায়েলের...