০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পূর্ণ হলেও এখনও সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। দখলদার বাহিনী নাগরিকদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি স্থাপনের জন্য চাপে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই বছরে গাজায় স্থায়ী শান্তি কার্যকর করতে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেছেন। একই সঙ্গে মিশরে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল আলোচনায় বসেছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি স্থাপনের জন্য। তবে আলোচনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভয়ংকর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাবে। গাজায় যুদ্ধের দুই বছর পূর্ণ হওয়ার দিন (৭ অক্টোবর) এক বিবৃতিতে নেতানিয়াহু উল্লেখ করেন, বন্দি মুক্তি, হামাসের শাসন শেষ করা এবং গাজাকে ভবিষ্যতে...