০৮ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মি. আন্দ্রোনিকো আলেসান্দ্রো। বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূত সাক্ষাতের শুরুতেই আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য ও সুস্থতার খোঁজ-খবর নেন এবং তার পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা, এবং আন্তর্জাতিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ অন্তর্ভুক্ত ছিল। উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন ও বাংলাদেশ-ইতালি বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। আলোচনায় ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাম্বাসেডর মি. ফেদেরিকো জামপারেল্লি। জামায়াতে ইসলামী পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি...