সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ফেসবুক ব্যবহারকারী প্রায় ৭ কোটি ৫০ লাখ এবং লিংকডইন ব্যবহারকারী ১ কোটি ১০ লাখ। তাই ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও বিজ্ঞাপনের মাধ্যমে চাকরির খোঁজ পাওয়া সম্ভব। লিংকডইনের মাধ্যমে চাইলে নিজের তৈরি সিভি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করা যায়। তবে সেখানেও কোন প্রতিষ্ঠান চাকরির বিজ্ঞাপন দেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশের জনপ্রিয় অনলাইন চাকরি খোঁজার প্ল্যাটফর্মগুলো হলো— বিডিজবস ডটকম:বিডিজবস ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে চাকরির আবেদন করা যায়। এখানে চাকরির ধরন, অবস্থান, অভিজ্ঞতা, বেতন ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী খোঁজা সম্ভব। ই-মেইল ও মুঠোফোন নম্বর দিয়ে নিবন্ধন করে নিজের তৈরি সিভি দিয়ে আবেদন করা যায়। প্রয়োজনে সাইটে সিভি তৈরি করে আবেদন করা সম্ভব। প্রতিদিন প্রায় দুই লাখ ব্যবহারকারী...