২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। বুধবার (৮ অক্টোবর) ২১ বছর পূর্তি উদযাপন করছে প্রতিষ্ঠানটি৷ নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এখন নির্ভরতার নাম স্টার সিনেপ্লেক্স। শুধু তাই নয়, বিশ্বমানের সিনেমা হলের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় দর্শক। বিভিন্ন সংকটের কারণে যখন দর্শক হলবিমুখ হয়ে পড়েছিল তখন নতুন আশার আলো নিয়ে আসে স্টার সিনেপ্লেক্স। নানা অভিনবত্বের মধ্য দিয়ে অল্প সময়ে দর্শকদের মন জয় করে নেয় এটি। পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার হারানো সংস্কৃতি যেন ফিরে আসে আবার। একটা সময় হলিউডের ছবি বড় পর্দায় দেখার সুযোগ ছিলো না বাংলাদেশের দর্শকদের। সেই আক্ষেপ ঘোচায় স্টার স্টার সিনেপ্লেক্স। দেশের সিনেমার পাশাপাশি হলিউডের সিনেমার টিকেটের জন্য কখনো কখনো...