পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরের পাশে বাঁশবাগানে লাগা আগুন নেভাতে গিয়ে মো. রনি (২৬) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বাবা মো. হারুন-অর-রশিদ (৫০)। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ওই গ্রামের মো. হারুন-অর-রশিদের ছেলে। তিনি পেশায় একজন রেন্ট-এ-কার চালক ছিলেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, রাত সাড়ে আটটার দিকে রনি দেখতে পান ঘরের পাশে বাঁশঝাড়ের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তাঁরা দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করলেও কেউ রিসিভ করেনি। আশপাশের আরও কয়েকজনও ফোন দিলেও কোনো সাড়া মেলেনি। কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তাঁর বাবা এক হয়ে আগুন লাগা বাঁশটি কাটতে...