গুয়াহাটিতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার সৃষ্টি করেছে ভারতীয় আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালনের দুটি ভুল সিদ্ধান্ত, যা বাংলাদেশের বিপক্ষে গেছে। ইংল্যান্ড ম্যাচ জিতেছে ৪ উইকেটে। তবে আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক হলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত বলে মত অনেকের। ১৫তম ওভারে ফাহিমা খাতুনের লেগ স্পিনে ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট বল তুলে দেন কাভার অঞ্চলে, যেখানে স্বর্ণা আক্তার চমৎকার ডাইভে নিচু হয়ে আসা ক্যাচটি লুফে নেন। নাইট নিজেও মাঠ ছাড়ার উদ্দেশ্যে হাঁটছিলেন। তখনই থার্ড আম্পায়ারের সাহায্য চান ফিল্ড আম্পায়ার। রিপ্লেতে বলটি মাটিতে লেগেছিল কিনা- সেটার ‘স্পষ্ট প্রমাণ’ না পাওয়ায় নাইটকে ‘নট আউট’ ঘোষণা করেন টিভি আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালন। ওই সময় মাত্র ১৩ রানে ব্যাট করছিলেন নাইট। পরে তিনি অপরাজিত ৭৯ রান করে ২৩ বল...