মিনারুল বিশ্বাস ও হৃদয় মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ নড়াইলের সদর উপজেলার মিতনা গ্রামের অটোরিকশা চালক আমিনুর বিশ্বাস আলিফ (১৫) হত্যার রহস্য উন্মোচন করেছে নড়াইল জেলা পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। তিনি জানান, গত ৫ অক্টোবর আলিফের মা রোজিনা বেগম তার ছেলেকে না পেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ৩ অক্টোবর সকালে আলিফ অটোরিকশা চালাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ঘটনাটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে নড়াইল জেলা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তদন্তে জানা যায়, আলিফের সঙ্গে স্থানীয় মিনারুল বিশ্বাস (২২) ও হৃদয় মোল্যাকে (২০) শেষবার দেখা গিয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন মিনারুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা...