রিকশাচালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় একদল বখাটে রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে। রিকশাচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে মারধর করে। বিষয়টির প্রতিবাদ জানাতে এগিয়ে গেলে মুফতি আমির হামজার ওপরও হামলা চালায় ওই বখাটেরা।এ তথ্য নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে একদল বখাটে সন্ত্রাসী। চাঁদা না দেওয়ায় তারা রিকশাচালকের ওপর চড়াও হয়।নতুন দুটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন, বিস্ফোরক মন্তব্য...