কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন প্রযুক্তি অগ্রগতির কেন্দ্রবিন্দুতে। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা থেকে শুরু করে সৃজনশীলতা—সবখানেই এআই বদলে দিচ্ছে কাজের ধরন। এই বৈপ্লবিক পরিবর্তনের পেছনে রয়েছেন এমন কয়েকজন মানুষ, যাঁরা শুধু উদ্ভাবনই করছেন না, বরং এআই নিয়ে বিশ্বব্যাপী ভাবনা, নীতি ও ভবিষ্যতের দিকনির্দেশনাও দিচ্ছেন। সম্প্রতি আন্তর্জাতিক প্রযুক্তি সাময়িকী এআই ম্যাগাজিন এমন ১০ জন প্রভাবশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। তাঁদের কাজ, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের মধ্য দিয়েই গড়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগ। বিশ্বখ্যাত গবেষক ও শিক্ষাবিদ অ্যান্ড্রু এনজি ‘ডিপলার্নিং ডট এআই’ প্রতিষ্ঠা করেছেন। তিনি ‘কোরসেরা’ ও ‘ল্যান্ডিংএআই’–এরও সহপ্রতিষ্ঠাতা। গুগল ব্রেন প্রকল্প ও চীনা প্রতিষ্ঠান ‘বাইদু’তে তাঁর নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। ‘টাইম ১০০’–এর প্রভাবশালী এআই ব্যক্তিত্বদের তালিকায় স্থান পেয়েছেন এনজি। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা করেছেন, তা থেকেই...