আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সঙ্গে জড়িত উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে পৃথক তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। শিগগির প্রসিকিউশনে সেটি জমা দেবে তদন্ত সংস্থা। ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী ও ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমসহ (আরমান) বেশ কয়েকজনকে গুমের ঘটনায় করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পৃথক তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রসিকিউশন সূত্র জানায়, এ তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করে শিগগির আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তবে, এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি কথা বলতে রাজি হননি। আরও পড়ুন:প্রধান কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহে দাখিল হবেজুলাই গণহত্যাকারীদের দায়মুক্তি পাওয়ার দুরাশা করে লাভ নেইশেখ হাসিনার মামলাসহ ৬টির রায় হতে পারে চলতি বছরেই এর আগে সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনালের সামনে...