নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেখানেই যান, সেখানেই বিতর্ক সৃষ্টি করেন। সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, “সেফ এক্সিটের তালিকা করলে সবার উপরে আসিফ মাহমুদের নাম থাকবে।” মাসুদ কামাল উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন আসিফ মাহমুদ। তার মতে, এত কম বয়সে এত বড় দায়িত্ব পাওয়ায় তিনি নানা বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি আরও বলেন, আসিফ মাহমুদ এলজিডি উপদেষ্টা হিসেবে নিজের প্রভাব খাটিয়ে নিজ এলাকায় বিপুল পরিমাণ উন্নয়ন বরাদ্দ নিয়েছেন, যা অন্য জেলার তুলনায় অনন্য। ধারণা করা হচ্ছে, আসিফ নিজ এলাকার আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি...