গণ অধিকার পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একাংশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি মন্তব্য করেন, অনেক উপদেষ্টাকে দেখে মনে হয় তাঁরা 'পেইড লিভে' আছেন এবং তাঁদের 'হিস্টোরিক্যাল টাস্ক' বা ঐতিহাসিক দায়িত্বের কথা তাঁরা সবসময় মনে রাখছেন না। সারোয়ার তুষার বলেন, একজন উপদেষ্টাকে দেখলে মনে হওয়া উচিত যে গণঅভ্যুত্থানের বেদনা তাঁর মধ্যে আছে এবং তিনি দেশকে কিছু ডেলিভার করতে বাধ্য। কিন্তু অনেকের মধ্যে সেই তাড়না দেখা যায় না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেককে দেখলে মনে হয় তাঁরা ব্যক্তিগত ব্যাপার-স্যাপার নিয়ে ব্যস্ত আছেন, অথচ তাঁদের দায়িত্ব হলো দেশকে 'একটি ডেমোক্রেটিক সময়ে' নিয়ে যাওয়া। তিনি এ প্রসঙ্গে সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য উল্লেখ করেন। নাহিদ ইসলাম বলেছিলেন যে, অনেকেই...