জুলাই সনদের বিষয়ে জনগণের সম্মতি নিতে গণভোট নেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠানের বিষয়েও সম্মতি দেয় দলটির সর্বোচ্চ এই নীতিনির্ধারণী ফোরাম। স্থায়ী কমিটি মনে করে, গণভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংসদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তা বাস্তবায়ন করবে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন দলের নীতিনির্ধারকরা। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠকের আলোচনার সারাংশ স্থায়ী কমিটিকে অবহিত করেন। এরপর স্থায়ী কমিটিতে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বিএনপির নীতিনির্ধারকরা বলেন, দলের...