চট্টগ্রাম:কর্ণফুলী উপজেলায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও বিদেশি পণ্যে আমদানিকারকের সিল-স্টিকার না থাকার কারণে দুই মুদি দোকান মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন বাজারে প্রচারণা চালানো হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, অভিযানে প্রতিদিনের হালনাগাদ মূল্য তালিকা রাখা, মেয়াদবিহীন পণ্য না রাখা এবং বিদেশি পণ্যের ক্ষেত্রে মূল্য সম্বলিত আমদানিকারক/পরিবেশকের স্টিকার/সিল প্রদর্শনের নির্দেশ...