সময়ের চাকা যেন উল্টো ঘুরছে বলিউডের আলোচিত দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের জীবনে। ক্যারিয়ারে নেমেছে মন্দার ছায়া, অথচ ব্যক্তিজীবনে উঁকি দিচ্ছে নতুন আলো। এই টালমাটাল সময়েই চমকে দিলেন তারা একেবারে ভিন্ন রূপে হাজির হয়ে। দীপিকার মুখে হিজাব, রণবীরের মুখভর্তি দাড়ি ও শিখদের ঐতিহ্যবাহী পোশাক, দুজনকে এমন লুকে দেখে হতবাক অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে কেবল এক প্রশ্ন, এই রূপান্তরের আড়ালে লুকিয়ে আছে কি কোনো গল্প?ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই সুপারস্টার জুটি। সেই প্রমোশনাল ভিডিওটিতে দীপিকা ও রণবীর ঘুরে ঘুরে শহরটির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান দর্শকদের দেখাচ্ছেন।বিশেষত, মেয়ে হওয়ার পর এটিই এই দম্পতির প্রথম একসঙ্গে কাজ। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়েই পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন এই তারকা অভিনেত্রী।অভিনেত্রীর...