বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচার করে আয়েশি জীবনযাপন করা এই ব্যক্তিদের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখনো যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও অনেক সরকারি কর্মকর্তা বা ব্যবসায়ী এই বিষয় নিয়ে সন্দেহের চোখে দেখা হচ্ছে। কানাডার ফেডারেল সংস্থা ফিনট্র্যাক ১ হাজার ৫৮২টি মুদ্রা পাচারের ঘটনা শনাক্ত করেছে। এছাড়া আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা আইসিআইজে’র তথ্য অনুযায়ী, ২০০ জন বাংলাদেশিকে সন্দেহভাজন মুদ্রা পাচারকারী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় উল্লেখযোগ্য নামগুলো হল—ব্যাংকার নাফিজ সরাফত, আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্লাহ, শহীদ ইসলাম পাপুল, গার্মেন্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, সাবেক স্বাস্থ্য সচিব মনজুরুল ইসলাম,...