গাজা অভিমুখী মানবিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা কনশানস’ থেকে বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী, লেখক ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে যাত্রা শুরু করা ঐতিহাসিক আন্তর্জাতিক নৌবহরে তিনি অংশ নিয়েছিলেন। বহরের উদ্দেশ্য ছিল মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং অবরোধ ভেঙে গাজার মানুষের পাশে দাঁড়ানো। তবে নৌবহরের নিরাপত্তা ও আইনি অবস্থান নিয়ে বিতর্ক ও প্রতিক্রিয়া চলছিল। বহরের সদস্যরা বারবার জানিয়েছেন, তাদের লক্ষ্য শাস্ত্রবিহীন সহিংসতা নয়, বরং মানবিক ত্রাণ পৌঁছানো। বুধবার (৮ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় শহিদুল আলম নিজেই জানিয়েছেন, তাকে ইসরায়েলি বাহিনী সমুদ্রে আটক করেছে। ভিডিওবার্তায় তিনি বলেন,“আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে...