জুলাই-আগস্টে নিরস্ত্র আন্দোলনকারীদের দমাতে বাড্ডা-রামপুরা এলাকায় ২৮ জনকে হত্যাসহ একাধিক অভিযোগে বিজিবির ২ কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টায় প্রসিকিউটর ফারুক আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করেন। বাড্ডায় গত বছর ১৮ ও ১৯ জুলাই বিজিবি-৫ এর তৎকালীন সিও লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল নিজে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি করেন। তিনি ৬০ রাউন্ড গুলি করেন বলে তদন্তে উঠে এসেছে। ওই এলাকায় গুলি করে হত্যার ঘটনায় তৎকালীন...