ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির হার্টথ্রব নায়ক দেব। প্রায় দুই দশক ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। শুধু অভিনয়ে থমকে যাননি। বরং রাজনীতিতে নাম লিখিয়ে পেয়েছেন সফলতা। তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। তবে দেব তার বর্তমান অবস্থান সহজে পাননি। বরং দীর্ঘ সংগ্রামের গল্প লুকিয়ে আছে তার জীবনে। মানুষ সফল হতেই পরিশ্রম করেন, দিন-রাত ছুটে বেড়ান। আবার সাফল্য ধরা দিলেও বিড়ম্বনায় পড়তে হয়। অন্তত দেবের ক্ষেত্রে তেমনি হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, দেবকে এখনো যুদ্ধ করতে হয়? জবাবে দেব বলেন, “নিজের বন্ধুদের সঙ্গেই যুদ্ধ করতে হয়, বিশেষত মানসিকভাবে। তা নিয়ে অবশ্য আমার কোনো অভিযোগ নেই। এখন এটাই তো প্রক্রিয়া হয়ে গিয়েছে। সিনেমা তৈরি করা সহজ। বরং প্রচার আর মুক্তি দেওয়া কঠিন।”আরো পড়ুন:গায়ক জুবিনের প্রেম জীবনসেবক...