রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু (৫৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার মৃৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। দলীয় সূত্রে জানা যায়, আগামী ১৪ অক্টোবর রংপুর জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা। সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু দলীয় কাজ শেষে গতকাল মঙ্গলবার ঢাকা থেকে রংপুরে ফিরছিলেন। পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আজ সকাল ৭টা ১০ মিনিটে আনিছুর রহমান লাকু মারা যান।আরো পড়ুন:নড়াইলে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধারমুন্সীগঞ্জে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী আটক মুন্সীগঞ্জে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী আটক জেলা বিএনপির...