ইন্টার মায়ামির স্প্যানিশ লেফট-ব্যাক জর্দি আলবা পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই ঘোষণা দেওয়ার পর থেকেই ফুটবল বিশ্বে আলোচনার ঝড় উঠেছে।তার এই ঘোষণার পর আবেগঘন এক বার্তা দিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসি। সের্হিও বুসকেতসের অবসরের ঘোষণার পরপরই আলবার এই সিদ্ধান্ত বার্সেলোনার স্বর্ণযুগের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাল, যে অধ্যায়ের তিন তারকা- মেসি, বুসকেতস ও আলবা পুনর্মিলিত হয়েছিলেন ইন্টার মায়ামিতে। তাদের মধ্যে বুসকেতস ও আলবা চলতি মৌসুম শেষে অবসরে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সাধারণ এক বার্তায় আলবা তার অবসরের কথা জানান। তিনি লেখেন, ‘ধন্যবাদ, ফুটবল, তোমাকে অনেক ধন্যবাদ। ’ আলবার এই পোস্টে তার দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ লিওনেল মেসি এক আবেগঘন মন্তব্য করেন। মেসি লেখেন, ‘তোমাকে ধন্যবাদ, জর্দি। আমি তোমাকে খুব মিস করব। এতগুলো বছর একসঙ্গে কাটানোর...