ফ্রিডম ফ্লোটিলার অংশ হিসেবে গাজার পথে থাকা কনশানস জাহাজটির দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী, যে জাহাজে আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ইসরায়েলি হানাদার বাহিনী আমাদের জাহাজে উঠেছে এবং আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে।” যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইসরায়েল যে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, সে কথা তুলে ধরে সকল কমরেড ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে শহিদুল আলম জানিয়েছিলেন, তাদের জাহাজ বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ এ পৌঁছাতে পারে। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪০টির বেশি ত্রাণবাহী নৌযান ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল। ইসরায়েলি সেনারা সেগুলো দখল করে নেয় এবং জাহাজগুলোতে থাকা চার শতাধিক অধিকারকর্মীকে...