০৮ অক্টোবর ২০২৫, ১১:৪২ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। এই ভিডিওতে তিনি জানিয়েছেন, সমুদ্রে চলার সময় তাদের নৌবহর ইসরায়েলের সামরিক বাহিনী আটক করেছে এবং তিনি নিজেই আটক (কিডন্যাপড) হয়েছেন। শহিদুল আলমের এই বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে এবং ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইতে সমর্থন বাড়ানোর আহ্বান তুলে ধরেছে। ঘটনাটি ঘটেছে গাজার অভিমুখে যাওয়ার সময়। শহিদুল আলম ভিডিওতে জানান, ইসরায়েলি বাহিনী তাদের নৌবহর আটক করে এবং তাদেরকে নিরাপত্তাহীন অবস্থায় রাখে। তিনি আরও বলেন, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তা দেখতে এবং আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান জানানোর জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছিল। তিনি তার কমরেড এবং বন্ধুদের ফিলিস্তিনের মুক্তির লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।...