আফগানিস্তান যেন এক মুহূর্তে ফিরে গিয়েছিল অতীতে যখন যোগাযোগ, প্রযুক্তি কিংবা স্বাধীনতার অস্তিত্বই ছিল না। গত সপ্তাহে তালেবান সরকারের নির্দেশে হঠাৎ করেই দেশজুড়ে ইন্টারনেট ও টেলিকম নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, যার ফলে প্রায় ৪৩ মিলিয়ন মানুষ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে বাইরের দুনিয়া থেকে। দুই দিনের এই সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে ব্যাংকিং, ব্যবসা-বাণিজ্য, ফ্লাইট চলাচল, অর্থবাজার সব কিছু থমকে যায়। পরিজন, সহকর্মী, প্রবাসী আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আফগান সমাজে। কাবুলের সাংবাদিক হিউয়াদ ওয়াতান্দার বলেন, “মানুষের মনে ভয় ঢুকে গিয়েছিল যে, হয়তো দেশ আবার সংঘাতের অন্ধকারে ঢুকে পড়েছে। সবাই যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল, যেন আত্মা শরীর ছেড়ে চলে গেছে।” কোনো সরকারি ঘোষণা ছাড়াই সোমবার বিকেল ৫টার পর থেকে সংযোগ বন্ধ হয়ে যায়। বুধবার বিকেলে হঠাৎ আবার...