লিওনেল মেসি বেড়ে উঠেছেন বার্সেলোনার একাডেমিতে। কাতালান ক্লাবটির হয়ে রাজত্ব করেছেন তিনি ইউরোপিয়ান ফুটবলে। কিন্তু জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন আর্জেন্টিনাকে। জন্মভূমির জার্সিতে মাঠে নামার গর্ব ও আবেগ তার খেলায়, তার কথায়, তার পারফরম্যান্সে ফুটে ওঠে। সেই উদাহরণ তুলে ধরেই ক্যারিবিয়ান ক্রিকেটারদের উজ্জীবিত করার চেষ্টা করলেন কিংবদন্তি ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে দুঃসময়ের পালা চলছে অনেক বছর ধরেই। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। যে সংস্করণে একসময় তারা ছিল বিশ্বসেরা, বছরের পর বছর টেস্ট সিরিজ হারেনি তারা, সেই সংস্করণে অনেক দিন ধরেই তারা আছে তলানির দিকে। সেখান থেকে উত্তরণের আভাসও নেই। চলতি ভারত সফরে প্রথম টেস্টে তারা সাড়ে তিন দিনেই হেরে গেছে ইনিংস ব্যবধানে। আগের সিরিজে দেশের মাঠেই হোয়াইটওয়াশড হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। শীর্ষ টেস্ট খেলুড়ে দেশগুলোর কাছে নাস্তানাবুদ হওয়া তাদের নিত্য দিনের...