চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (সিইউডিসি) আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘চাকসু নির্বাচনী বিতর্ক-২৫’ শেষ হয়েছে। ৩৬ বছর পর অনুষ্ঠিতব্য চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ভিপি-জিএস-এজিএস পদপ্রার্থীরা। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ব্যবসা অনুষদ প্রাঙ্গণে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থীদের বিতর্কের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে। শেষদিন বিতর্কে অংশগ্রহণ করেন ইব্রাহীম হোসেন রনি, সাজ্জাদ হোসেন হৃদয়, মাহফুজুর রহমান, আবির বিন জাবেদ, ধ্রুব বড়ুয়া, তামজিদ উদ্দিন, হাবিবুর রহমান ও কেফায়েত উল্লাহ। এর আগে গত ২ অক্টোবর ‘চাকসু নির্বাচনী বিতর্ক-২৫’ শুরু হয়। প্রথমদিন যোগাযোগ ও আবাসন বিষয়ক পদপ্রার্থীদের মধ্যে বিতর্কে অংশ নেন ইসহাক ভূঁঞা, সায়েম উদ্দিন আহমদ, আশিকুর রহমান, মো. জুবাইর, জাফরিন সুলতানা, কংকন বড়ুয়া, মোশরেফুল হক ও এম এ মেহরাব হোসেন। ৪ অক্টোবর...