নিহত সামায়েল হাসদা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের সরকার হাসদারের ছেলে। তিনি বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিকের মানিকগঞ্জ জেলার প্রধান কার্যালয়ে সহযোগী কর্মসূচি কর্মকর্তা পদে চাকরি করতেন। বারসিকের আঞ্চলিক কর্মকর্তা বিমল রায় জানান, সামায়েল মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকায় একটি ভাড়া বাসার কক্ষে একাই থাকতেন। ১ অক্টোবর পূজার ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে সোমবার রাত ১০টার দিকে তিনি ফিরে আসেন। মঙ্গলবার সকালে কর্মস্থলে যোগদান না করায় তার বাসায় গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাসার মালিক সুলতান উদ্দিন সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা বাসায় গিয়ে দরজা ভেঙে খাটের ওপর তার মরদেহ দেখতে পান। বিমল রায় আরও বলেন, সামায়েল গ্যাসট্রিক সমস্যায় আক্রান্ত...