মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি উৎসব ও প্রতিবাদ অনুষ্ঠানে প্যারামোটর হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন নির্বাসিত ন্যাশনাল ইউনিটি সরকারের এক মুখপাত্র। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী থাডিংজুত উৎসব উদ্যাপনে চৌং উ এলাকায় জড়ো হয়েছিলেন প্রায় ১০০ জন, সেসময় একটি মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে ভিড় লক্ষ্য করে দুটি বোমা ফেলা হয় বলে জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ছুটির দিনের ওই আয়োজনে ক্ষমতাসীন জান্তার নীতির বিরুদ্ধে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিও ছিল। ২০২১ সালের অভ্যুত্থানে সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর থেকে মিয়ানমার মূলত গৃহযুদ্ধের ভেতর দিয়েই যাচ্ছে। এতে এরই মধ্যে ৫ হাজারের বেশি বেসামরিক প্রাণ হারিয়েছেন বলে অনুমান জাতিসংঘের। সোমবারের ওই জমায়েতে আকাশপথে হামলার সম্ভাবনা আছে বলে পিপলস ডিফেন্স ফোর্স আগেই...