নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে বলে দাবি করেছেন তিনি নিজেই। গাজার উদ্দেশে যাত্রারত "ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন" মিশনে অংশ নেওয়ার সময় তিনি আটক হন। বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন:“আমি শহিদুল আলম। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে জেনে নিন — আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাই, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।” এর আগের দিন (মঙ্গলবার) এক ফেসবুক পোস্টে শহিদুল জানান, তারা ‘রেড জোন’-এর ৭০ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছিলেন। ‘রেড জোন’ বলতে সেই অঞ্চলকেই বোঝানো হয়েছে, যেখানে ইসরায়েলি সেনারা...