ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ঐতিহাসিক আইফেল টাওয়ারের সিঁড়ি বেয়ে সাইকেলে উঠে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ফরাসি সাইক্লিস্ট ও সোশ্যাল মিডিয়া তারকা অরেলিয়ান ফঁতোনোয়া। মোট ৬৮৬টি সিঁড়ি পাড়ি দিতে তার সময় লেগেছে মাত্র ১২ মিনিট ৩০ সেকেন্ড, যা আগের রেকর্ডের চেয়ে সাত মিনিট দ্রুত। ৩৫ বছর বয়সী এই ফরাসি অ্যাথলেট জানান, পুরো যাত্রায় তাকে ব্রেক ও টায়ারের ভারসাম্যের ওপর নির্ভর করতে হয়েছে, কারণ সিঁড়ির ঢালে প্যাডেল চালানো প্রায় অসম্ভব ছিল। চার বছর আগে তিনি এই পরিকল্পনা নেন, কিন্তু করোনাভাইরাস মহামারিসহ নানা প্রতিবন্ধকতায় তা বিলম্বিত হয়। অবশেষে এ বছর তিনি টাওয়ারের দ্বিতীয় তলা পর্যন্ত সফলভাবে আরোহন করেন। চ্যালেঞ্জ শেষে ফঁতোনোয়া বলেন, “যদিও এটি মাত্র ১২ মিনিটের একটি...