কুমিল্লার মুরাদনগরে মৎস্য শিকারে ব্যবহৃত ৪ লাখ টাকার অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন দোকানদারকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও প্রতিষ্ঠানকে জরিমানা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী ১২ টি মামলায় বিভিন্ন দোকানদারকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি কোম্পানীগঞ্জ...