গণপরিষদ না হলেও আগামী সংসদের সাময়িক একটি বিশেষ ক্ষমতা থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সংবিধান সংশোধনের জন্য বিশেষ এ ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। আগামী সংসদ কি গণপরিষদের মতো ক্ষমতা পাবে? এমন প্রশ্নের জবাবে যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অ্যাডভোকেট শিশির মনির বলেন, এটা গণপরিষদ হবে না, সংসদই থাকবে তবে তার একটি ক্ষমতা থাকবে। এই ক্ষমতা হলো কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির মতো। এটা গণপরিষদ হচ্ছে না কিন্তু তার একটি ক্ষমতা থাকবে। সাংবিধানিক যেসব মৌলিক সংশোধনের কথা আমরাা বলছি সেগুলো এই ক্ষমতা না থাকলে পরিবর্তন সম্ভব নয়। এ জন্যই তো আমরা গণভোটের কথা বলছি। সেই সংসদ কীভাবে পরিচালিত হবে এর ব্যাখ্যায় তিনি বলেন, এই সংসদের দুটি কাজ হবে। একটি কাজ হবে- রেগুলোর যে সংসদ হয় সেটির...