ভারতে জয়পুর-আজমের জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্য়াংকারটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ট্যাংকারে। তার পরেই জোরালো শব্দে একের পর এক বিস্ফোরণ হতে থাকে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় সানওয়াড়া এলাকায়। পর পর বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে ৭টি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। প্রায় ১০ কিলোমিটার দূর থেকে দেখা গেছে আগুনের লেলিহান শিখা। জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, এই ঘটনায় ট্যাংকারের চালকসহ দুই থেকে তিনজন আহত হয়েছেন। আরও পড়ুনআরও পড়ুনভূমিধসে পাথর চাপায় বাসের ১৮ যাত্রী নিহত স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দূর...