রাজশাহীর খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। সরবরাহ কম থাকায় প্রতি কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। বুধবার (৮ অক্টোবর) নগরীর সাহেব বাজার, মাস্টারপাড়া, কোর্ট বাজার ও খড়খড়ি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেগুন কেজি প্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়, ফুলকপি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়, ঢেড়স ৬০ টাকায়, বরবটি ৬০-৭০ টাকায়, করলা ৭০-৮০ টাকায় এবং কাঁচামরিচ ২৮০-৩০০ টাকায়। লাউ প্রতিটি ৫০ টাকা এবং আলু কেজি প্রতি ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে বিভিন্ন ধরনের শাকের দাম কিছুটা কম। লাল শাক, পুঁইশাক ও কলমি শাক ১৫ থেকে ২০ টাকা প্রতি আঁটি এবং পালং শাক ৬০ টাকা কেজি দরে বিক্রি...