জুলাই আন্দোলন ঘিরে বনানী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজীসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম সাদেকুর রহমান এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই ইয়াছির আরাফাত গত ২৫ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেন। এদিন শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বলে প্রসিকিউশনের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন। মামলার বিবরণে বলা হয়েছে, গেল বছর ১৯ জুলাই কারখানার কর্মী মো. শাহজাহান (২২) দুপুরের খাবার খেয়ে ফেরার পথে মহাখালী ফ্লাইওভারে নিচে মিছিলে অংশ নেন।...