জয়পুরহাটে হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত চারদিনে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট ৩৯৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশ জয়পুরহাট পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।হাসপাতালে আসা রোগীর স্বজনরা অভিযোগ করছেন যে, পৌরসভার সরবরাহ করা পানির কারণেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ পূজা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলায় খোলা খাবার পরিবেশনকে এই ডায়রিয়া বৃদ্ধির জন্য দায়ী করছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শনিবার (৪ অক্টোবর) জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৩৮ জন রোগী ভর্তি হন। পরেরদিন রবিবার (৫ অক্টোবর) ভর্তি হন ১০১ জন এবং একইভাবে সোমবার (৬ অক্টোবর) ৮৩ জন ও মঙ্গলবার দুপুর পর্যন্ত ভর্তি হন ৭৩ জন। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপে চিকিৎসক...