০৮ অক্টোবর ২০২৫, ১১:২৬ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৮ এএম সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ মঙ্গলবার (৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক হওয়ার পর তিনি ও তাঁর সহকর্মীরা ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করতে চান না, কারণ তিনি চান মূল ফোকাস হোক গাজার মানুষের প্রতি। গত সপ্তাহে গ্রেটা থুনবার্গ গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার এবং মানবিক বিপর্যয়ের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ছিলেন। বহরটি অবরুদ্ধ গাজার মানুষের সহায়তায় কাজ করছিল। তবে ইসরায়েল থুনবার্গ ও অন্য ৪৭৮ যাত্রীকে আটক করে। সোমবার তাঁকে দেশে ফেরত পাঠানো হয়। থুনবার্গ বলেন, আটক অবস্থায় তাঁকে বিশুদ্ধ পানি দেওয়া হয়নি এবং অন্যদের জরুরি ওষুধ থেকে...