০৮ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখবেন দীর্ঘ দিনের সতীর্থ জর্দি আলবা। আবেগ তাই ধরে রাখতে পারলেন না লিওনেল মেসি। সতীর্থের বিদায়ে হৃদয়স্পর্শী এক পোস্ট দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ক। যেখানে প্রতিটি পরতে ফুটে উঠেছে প্রিয় সতীর্থের না থাকার হাহাকার। ফুটবলকে অনেক জাদুকরী মুহূর্ত উপহার দিয়েছেন মেসি-আলবা জুটি। মৌসুম শেষে আর দেখা যাবে না সেই মুহূর্ত। ব্যাপারটা ভাবতেই হাহাকার করে উঠছে মেসির মন। ইনস্টাগ্রামে মেসির এক পোস্টে ফুটে উঠেছে তেমনই এক শূন্যতা। “অনেক ধন্যবাদ, জর্দি। আমি তোমাকে অনেক মিস করতে যাচ্ছি। বামপ্রান্তে তাঁকিয়ে যখন তোমাকে পাব না তখন অদ্ভুদ লাগবে। বছরের পর বছর কত বল তুমি আমাকে দিয়েছো তার ঠিক নেই। সেই পাসগুলো এখন থেকে কে দিবে আমাকে?” বার্সেলোনায় লম্বা সময়...