মার্কিন সুদের হার কমতে পারে এবং মার্কিন সরকারের অচলাবস্থার উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনায় বিনিয়োগ করায় বুধবার প্রথমবারের মতো সোনার দাম ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে।ঐতিহ্যগতভাবে, স্বর্ণকে নিরাপদ আশ্রয় বা ‘সেফ হেভেন’ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি, কিংবা অস্থিরতার সময় মানুষ এর প্রতি আকৃষ্ট হয়। এই কারণে, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা এবং সরকারি অচলাবস্থা সোনার দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলেছে।এ ছাড়া দেশটির শেয়ারবাজারের কিছু অংশের মূল্য যখন অনেক বেশি মনে হচ্ছে এবং যেকোনো সময় তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে, তখন বিনিয়োগকারীরা সেই বাজার ছেড়ে তুলনামূলকভাবে নিরাপদ সম্পদ যেমন সোনার দিকে ঝুঁকছেন।বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক সংকটসহ নানা উদ্বেগের কারণে ব্যবসায়ীরা সারা বছর ধরে সোনায় বিনিয়োগ করছেন। এর ফলে, বছরের...