নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান ও হাতিরপুলের দুটি ছোট ইলেকট্রনিকস দোকান— এবি ইলেকট্রনিকস ও আনিরা ইন্টারন্যাশনাল—এর নামে ব্যাংকে প্রায় ৮০০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সন্দেহজনক হুন্ডি কার্যক্রম হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এই লেনদেনের পেছনে ছিলেন সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল হোসেন। তিনি ও তাঁর পরিবারের নামে রয়েছে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ, যদিও আয়কর নথিতে দেখানো হয়েছে মাত্র ৩ কোটি টাকার সম্পদ। কামাল হোসেন ও তার পরিবারের নামে ৩৬৩টি ব্যাংক হিসাব, শেয়ারবাজার, ট্রেজারি বন্ড ও সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগ, ইস্কাটন, পরীবাগ ও বসুন্ধরায় একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও জমি, সন্তানদের নামে একাধিক অ্যাকাউন্টে শত কোটি টাকার লেনদেন। অভিযোগ: হুন্ডি, মানি লন্ডারিং, ঋণ দুর্নীতি, ঘুষ গ্রহণ, কর ফাঁকি এবং অবৈধ সম্পদ অর্জন। কামাল হোসেন ও...