ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যময় মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন তথ্য, খুলছে একের পর এক চমকপ্রদ রহস্যের দুয়ার। এরই মধ্যে চারজন গ্রেপ্তার হয়েছেন ঘটনায়, আর তদন্তভার এখন বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) হাতে। এদিকে নিরাপত্তারক্ষীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেনের খোঁজ মেলায় বিষয়টি আরও জটিল আকার নিচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে হস্তক্ষেপ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) আর্থিক দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন, যা জুবিন গর্গের মৃত্যু তদন্তে নতুন মোড় এনে দিয়েছে।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, এই আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত এখন আরও গভীরে প্রবেশ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সংস্থাগুলোর, বিশেষ করে আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) দ্রুত তদন্তে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি...