আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে জোর প্রস্তুতিতে বিএনপি। এরইমধ্যে আসন ভাগাভাগি নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে চলছে শেষ পর্যায়ের আলোচনা। ভোটের সমীকরণে জোটের নেতারা বেশি আসন চাইলেও ৪০ থেকে ৫০টি আসন ছাড়বে দলটি। এ ছাড়া চলতি মাসেই দলের ২০০ প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এ নিয়ে ভিন্ন মত থাকলেও প্রার্থী নির্ধারণ আর কৌশল ঠিক করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এরইমধ্যে একক প্রার্থী বাছাইয়ের কাজও প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। সারা দেশে প্রতিটি আসনে ৫ স্তরের জরিপ চালিয়েছে দলটি। চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেবে দেশের অন্যতম বড় এই দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যুগপৎ আন্দোলনে যারা আমাদের শরিক ছিল, তাদের জন্য ৪০ থেকে ৫০টি আসন রেখে বাকিগুলো আমাদের...